মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জননেত্রী সৈনিকলীগ হবিগঞ্জ জেলা সভাপতি এস এম মানিক অবঃপিসি। এ সময় জেলা নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন নালুয়া চা বাগান কমিটির সভাপতি গোলাপ উরাং, সাধারণ সম্পাদক সুরেশ মুন্ডা, আমু চা বাগান সভাপতি রাজকুমার মহালী, সহ সভাপতি অজিত মহালী, সাধারণ সম্পাদক অভিমান্য ভূমিক, দিলিপ ঝরা, অজিত সাওতাল, নরেশ মুন্ডা, রেমা চা বাগান কমিটির সভাপতি অভিরাম মুন্ডা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com