হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে সমর্থন জানিয়েছে হবিগঞ্জ জেলা জাসদ। মঙ্গলবার সন্ধ্যায় জাসদের অস্থায়ী কার্যালয়ে এক সভায় তাঁকে সমর্থন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফী ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। এতে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম সেলিম, সমীর বণিক, সাংগঠনিক সম্পাদক শাহ আশিকুর রহমান, সদস্য শফিকুল বারী আউয়াল, মিনহাজ উদ্দিন খান লেবু, কাইয়ুম মাহমুদ, ইঞ্জিনিয়ার কামারুল ইসলাম, আখলাক হোসেন মানু, আব্দুল বাসিত তরফদার মিটু, স্বপন দেব উজ্জ্বল, রনি চৌধুরী, জাসদ যুব জোট সভাপতি সারোয়ার জাহান লিটন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মান্না প্রমুখ।
সভায় জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম ও বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন। তাঁরা আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে সমর্থন দেয়ার জন্য জাসদ নেতবৃন্দের প্রতি অনুরোধ জানান। এ সময় উপস্থিত জাসদের নেতারা আতাউর রহমান সেলিমকে পূর্ণ সমর্থন দেন এবং নির্বাচনের পূর্ব পর্যন্ত তাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com