স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী কোভিড ১৯-এর দুর্যোগময় সময়ে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর উদ্যোগে আজমিরীগঞ্জের অর্ধশতাধিক দরিদ্র-অসহায় লোকজনদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে শিবপাশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে এলাকার বিশিষ্ট মুরুব্বী আব্দুল মুকিত খান মাস্টার এর সভাপতিত্বে এবং পশ্চিমবাগ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আহম্মদ রেজা শেখ মামুন এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, জেলা পরিষদের জনাব নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাবেক চেয়ারম্যান তফসির মিয়া চৌধুরী, মোঃ খালেদ হোসেন চৌধুরী, নলিউর রহমান তালুকদার, সাংবাদিক শরীফ চৌধুরী। ভার্চুয়ালে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর মাহাম্মদ মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন স্বপন ও সদস্য শেখ মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন- করোনার এই পরিস্থিতিতে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর পক্ষ থেকে হবিগঞ্জের বিভিন্ন স্থানে দরিদ্র, অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তারা এসব মহতি কর্মকান্ড বাস্তবায়ন করায় সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান তিনি। ভবিষ্যতে তাদের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশবাদী। এর আগে খালেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে শিবপাশায় কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্কিং টিমের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। অনুষ্ঠানে কলেজের নাম বিশপাশা কলেজ ঘোষণা করেন এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।