স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সাড়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ী হলো চুনারুঘাট উপজেলার নলুয়া চা বাগানের নুরুজিত তাতির ছেলে বিশাল তাতি (২৯)।
র‌্যাব জানায়, সোমবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক চৌকশ দল মেজর আহমেদ জাকি নোমান ও এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে চুনারুঘাটের ৩নং দেওরগাছ ইউনিয়নের চানপুর বাসস্ট্যান্ডের সামন থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বিশাল তাতিকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার তাকে আলামতসহ চুনারুঘাট থানায় সোপর্দ করে র‌্যাব।