হবিগঞ্জ পৌর এলাকার নোয়াহাটি ও আনোয়ারপুর বাইপাস এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান। গতকাল মঙ্গলবার তিনি ওই এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে ভোটাররা তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন। ছবিতে গণসংযোগকালে এক প্রবীণ মহিলা ভোটার মেয়র মিজানুর রহমানের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার জন্য দোয়া করছেন।