স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) এর ব্যক্তিগত পক্ষ থেকে বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া, সুবিদপুর ও করিমনগর গ্রামের অর্ধশতাধিক দরিদ্র, অসহায় লোকজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, এসআই ফিরোজ-আল মামুন, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, ইউপি সদস্যা আমেনা আক্তার আখনজী, সুমন মিয়া আখনজী, সাইফুল ইসলাম প্রমূখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম বলেন- প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। ছেলেমেয়ে সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবারে অভাব অনটন থাকবে না। কেউ দাঙ্গা-হাঙ্গামার সাথে জড়িত হতে পারবে না। যারা দাঙ্গা-হাঙ্গামার সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা হবিগঞ্জে যোগদান করার পর থেকেই তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে আসছেন।