স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে শরিফুল আলম রনি (৪১) ও আব্দুল্লাহ আল মামুন (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন এ দন্ডাদেশ দেন।
মঙ্গলবার বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাস মাধবপুর উপজেলার দেবনগর এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী জেলার বেলাবো এলাকার সারোয়ার আলমের ছেলে শরিফুল আলম রনি ও কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর গ্রামের মৃত আসাদউল্লাহ’র ছেলে আব্দুল্লা আল মামুনকে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দু’জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com