আগামী ২৩ ফেব্রুয়ারি মাধবপুর পৌর বিএনপির কাউন্সিল
স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মাধবপুর পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে সভাপতি পদে সাবেক সভাপতি গোলাপ খান ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি ও যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর বাবুল হোসেন ও ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি নবনির্বাচিত কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী ও ২নং ওয়ার্ডের সদস্য ফারুক রানার নাম দলীয় নেতাকর্মীদের মুখে শোনা যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, মাধবপুরে সাধারণত কাউন্সিল হয় না। মাধবপুরের নেতৃবৃন্দ জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাঁরা যাদের মনোনীত করেন নেতাকর্মীরা সবাই তাকেই মেনে নেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে কাউন্সিলে তিনি সভাপতি প্রার্থী এ বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি মাধবপুর পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।