স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে নারী ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রবিাবর বিকেলে সুরমা চা বাগানে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সুরমা চা বাগান নারী ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে সিলেট জুম্মন লুসাই একাদশ শিরোপা ট্রফি অর্জন করে। খেলায় ব্যবসায়ী দেওয়ান আব্দুল মোতালিব মতিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ট্রপি তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন খান, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাজী জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, আব্দুল কুদ্দুস চকদার মাখন, পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা, যুবলীগ নেতা আবসান খান প্রমুখ। নারী ফুটবল খেলা দেখতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com