কামরুল হাসান ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ফরিদ আহমেদ অলিসহ কাউন্সিলরগণ আগামী পাঁচ বছর মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। প্রায় দেড় কোটি টাকা ঋণের বোঝা এখন নয়া মেয়র এর মাথায়।
গতকাল রবিবার বেলা ২টায় পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবাগত মেয়র ফরিদ আহমেদ অলি। এ সময় সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ বিল, গাড়ীর তেল খরচের বিল, কাউন্সিলরদের সম্মানি ভাতা, কর্মকর্তা-কমর্চারীদের মাসিক বেতন-ভাতাসহ প্রায় দেড় কোটি টাকা ঋণ রয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেন।
গত ২৮ ডিসেম্বর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলি ৪০৪১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মাসুদউজ্জামান মাসুক। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৩১৪১।