নবীগঞ্জে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে করোনাভাইরাস ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্যাকসিন কমিটির সভাপতি শেখ মহি উদ্দিন এই কার্যক্রমের সুচনা করেন। উপজেলা ভ্যাকসিন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন বীর প্রতিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও এমসি এইচএফপি প্রিয়াংকা পাল চৌধুরী, আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন প্রমূখ। এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন নিজে প্রথমে টিকা গ্রহন করেন এবং সবাইকে অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহন করে সরকারি কাজকে বেগবান ও সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ৫৫ বছরের উর্দ্ধে (পঞ্চান্ন বছরের বেশি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি বুথে ১১ হাজার ৯ শত জন পুরুষ ও নারীকে ১৫টি ক্যাটাগরির ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভ্যাকসিন (টিকা) দেয়া হবে এবং প্রত্যেককে ৪ সপ্তাহ (২৮ দিন) পর দ্বিতীয় ডোজ (টিকা) গ্রহণ করতে হবে। নবীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৫ হাজার ৯ শত ৫০ জন পুরুষ ও নারী টিকা পাবেন। গর্ভবতী, জ্বর, কাশিসহ যারা ওই দিন অন্যান্য রোগে আক্রান্ত হবেন তাদের করোনা ভ্যাকসিন (টিকা) না দেয়ার আহবান জানানো হয়। এছাড়াও টিকা দেয়ার পর যদি কেউ অসুস্থ বোধ করেন এক্ষেত্রে তাদেরকে ভয় বা আতংকিত না হওয়ার আহবান জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com