নুর উদ্দিন সুমন ॥ করোনার টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে নিজেরা টিকা গ্রহণ করেছেন ইউএনও দম্পতি চুনারুঘাটের ইউএনও সত্যজিত রায় দাশ ও তাঁর স্ত্রী বাহুবলের ইউএনও স্নিগ্ধা তালুকদার। গতকাল ৭ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে বাহুবল ও চুনারুঘাট হাসপাতালে কোভিড-১৯ টিকা দান কেন্দ্রে টিকা নেন তাঁরা। এর আগে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন বাহুবল উপজেল নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ও তাঁর স্বামী চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
প্রথম দিনেই করোনার টিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ইউএনও দম্পতি। তাঁরা বলেন, অনেক দেশে এখনো টিকাদান শুরুই হয়নি। কিন্তু আমাদের দেশে হয়েছে। প্রথম দিনেই টিকা নিতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন বলেও জানান এ দম্পতি। টিকা গ্রহণের পর অনুভূতি জানতে চাইলে তারা বলেন, টিকা দেয়ার পর থেকে কোনো রকম অসুস্থতা বোধ করছি না। কোভিড ১৯ থেকে বাঁচতে নিজেদেরকে সুরক্ষিত রাখতে আপামর জনসাধারণও টিকা নিতে এগিয়ে আসবেন বলে আশা করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com