আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে জনসম্মুখে প্রথম টিকা নিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। তিনি নিজে টিকা গ্রহণ করে বানিয়াচংয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় চিকিৎসক, হাসপাতালের ক্লার্কসহ ৮ জন টিকা নিয়েছেন।
এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। বানিয়াচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, ডাঃ জিএম ইশতিয়াক আহমেদ, ডাঃ রাজীব রায়, নিশাত রহমান প্রমূখ।
বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেল ৩টা পর্যন্ত ৩৮৬ জন টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা এসেছে ১১ হাজার ৪৬০ ডোজ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার বলেন, পর্যায়ক্রমে করোনা ভাইরাসের টিকা আরও আসবে।