স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লামা পইল গ্রামে রিফা দাস (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার লাশ নিয়ে স্বামীর বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে বিষয়টি পুলিশ জানতে পারলে লাশ মর্গে এনে রাখা হয়। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছে, হত্যা, আবার কেউ বলছে আত্মহত্যা।
জানা যায়, লামা পইল গ্রামের রিপন দাসের স্ত্রী রিফা দাস গত রবিবার দুপুরে স্বামীর বাড়িতে বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকলে সেখানকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট নিয়ে যাওয়া হয়। সেখানে যাবার পথে রাস্তায় রিফা মারা যায়। পুলিশকে না জানিয়ে রিফার স্বামীর বাড়ির লোকজন তড়িগড়ি করে লাশ দাহ করার পায়তারা করে। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার পর রিফার স্বামীকে পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী জানিয়েছেন প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com