স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে ট্রাকের নিচে পড়ে তমিজ মিয়া (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তমিজ মিয়া হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুর গ্রামের ফজলুল হকের পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় মহাসড়কের শাহজিবাজার দরগা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, সিলেটগামী একটি ট্রাককে ওভারটেক করে সিলেটের দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে চলে আসে। দুই গাড়ির মাঝে পড়ে প্রাইভেট কারটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হন চালক তমিজ উদ্দিন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত প্রায় ১১টার দিকে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তমিজ মিয়া মারা যান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন তালুকদার জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে।