বিএনপির প্রার্থী সেলিমের পরামর্শ সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় বিএনপির দলীয় প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে পরামর্শ সভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় শহরের শায়েস্তানগরস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শামসু মিয়া চৌদুরী, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, পৌরসভা বিএনপির মনোনীথ প্রার্থী অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, অ্যাডভোকেট মোঃ ইলিয়াস, আইয়ুব আলী পৌদ্দার, এমজি মুহিত, নুরুল ইসলাম নানু, আজিজুর রহমান কাজল, মফিজুর রহমান বাচ্চু, তোফায়ের ইসলাম কামাল, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সফিক কাইয়ুম, জালাল আহমেদ, ফারুক ্আহমেদ, জহিরুল হক শরীফ, সাহাব ্উদ্দিন, সফিকুর রহমান সিতু, অলিউর রহমান, মিজানুর রহমান, অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, অ্যাডভোকেট গোলজার আহমেদ, শাহ রাজীব আহমেদ রিংগন, হাফিজুল ইসলাম, মাহবুর রহমান প্রমুখ।
সভায় জি কে গউছ বলেন, হবিগঞ্জ পৌরসভায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে না পারলে এর দায়ভার জেলা বিএনপিকে নিতে হবে। ধানের শীষ যার আমরা তার, আমরা তাকে নিয়ে কাজ করবো। তিনি বলেন, হবিগঞ্জ পৌরসভার ভোটারা আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেতে ধানের শীষে ভোট দিবেন। এ জন্য দলের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু মুখে বললে হবে না কাজের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে। এটি দলীয় নির্বাচন, শুধু প্রার্থীকে চাপিয়ে দিলে হবে না, সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়, আর আমাদের ভোটের পরিবেশ রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী ২৮ ফেব্রুয়ারি আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সভায় শীঘ্রই বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।