স্টাফ রিপোর্টার ॥ ফের আমেরিকা গমণ উপলক্ষে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী রফিকুল হাসান চৌধুরী তুহিনকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে জেলা পুলিশ। শনিবার দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম-বিপিএম, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাসহ ৯টি থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাড়াও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে সবাই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন দেশের বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রায় ৩০ বছর ধরে হবিগঞ্জ জেলার নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করে স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের জন্য স্বেচ্ছায় পত্রিকা থেকে অব্যাহতি নিয়েছেন।
পুলিশ সুপার বলেন, সাংবাদিক তুহিন সঠিক লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। তার লেখনিতে তৃণমূল মানুষের কল্যাণ হয়েছে। কর্মের প্রয়োজনে তিনি আমেরিকা যাচ্ছেন। তিনি আমাদের হৃদয়ে থাকবেন। আমরা তার সফলতা কামনা করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com