স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ ব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে তাঁকে চিঠি দেয়া হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়। একই সাথে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিকল্পনা ও উন্নয়ন-২) ইসরাত জাহানকে নিয়োগ দেয়া হয়। নতুন জেলা প্রশাসক হিসেবে ৮ ফেব্রুয়ারি ইসরাত জাহানের দায়িত্ব নেয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের বিধিমালা অনুযায়ী যে এলাকায় নির্বাচন হবে সেখানকার সরকারি কর্মকর্তারা নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জের জেলা প্রশাসকের বদলীর বিষয়টি অবগত হওয়ার পর তাঁকে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য চিঠি ইস্যু করে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান দৈনিক হবিগঞ্জের মুখকে জানান, হবিগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করার জন্য নির্বাচন কমিশন থেকে আমাকে চিঠি দেয়া হয়েছে। পৌর নির্বাচন পর্যন্ত আমি হবিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবো।