স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে ফাতেমা আক্তার (৫৮) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আরজু মিয়ার স্ত্রী। পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে ফাতেমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে স্বামী ও ছেলেরা পলাতক রয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়- শনিবার সকালে ফাতেমা ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আরজু মিয়া ও তার ছেলেরা যার যার কাজে চলে যায়। দুপুরের দিকে ফাতেমা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, আজ রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জের মর্গে প্রেরণ করা হবে। লাশের ঘাড়ে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া প্রকৃত কারণ বলা যাবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com