স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের স্মরণে দোয়া মাহফিল ও যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকনউদ্দিন লস্করের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অলিদ মিয়া, সাংবাদিক আবুল খায়ের, রাজিব দেব রায় রাজু প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক কে.এম.শামসুল হক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com