স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপির কাউন্সিলে পুলিশের হামলা ও লাঠিচার্জের ঘটনায় পুলিশ এসল্ট মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি কে এম. জাহিদ সরোয়ারের দ্বৈত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আসামীপক্ষে জামিন শুনানী করেন হবিগঞ্জের কৃতি সন্তান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। জামিনপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান- গত ২৪ জানুয়ারি ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপির কাউন্সিলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। কিন্তু বিনা উস্কানিতে হঠাৎ পুলিশ উপস্থিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে কাউন্সিলের মঞ্চ ভাংচুর করে। এ সময় পুলিশের হামলায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হন। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। গতকাল হাইকোর্টে তাদের আগাম জামিন প্রার্থনা করলে আদালত আসামীদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।