স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত, মতবিনিময় ও গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার দিনভর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আমিনুর রশিদ এমরানের পরিবারসহ দলের নেতাকর্মীদের বাসায় গিয়ে তিনি সাক্ষাত করেন। সাক্ষাৎকালে দলের নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিমকে সমর্থন দিয়ে ঐকদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেন- ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতীক, দেশ নায়ক তারেক রহমানের প্রতীক। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ধানের শীষের বিজয়ে মাধ্যমে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com