স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা ভাইরাসের টিকা এসে পৌছেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন প্রায় ১১ হাজার টিকা গ্রহন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার ওয়াসিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন জানান ১০ হাজার ৯শ ৯৫টি টিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। আশা করি ৭ ফেব্রুয়ারি থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে থেকে এ টিকা দেয়া যাবে। প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে সরকারের নির্ধারিত ১৮ ক্যাটাগরির লোকজন এ টিকা পাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com