উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় আক্তার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে সরকারি জায়গা থেকে এক্সকেভেটর মেশিন দ্বারা অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই আবু সাঈদসহ নবীগঞ্জ উপজেলা প্রশাসন উক্ত স্থানে অভিযান চালালে এক্সকেভেটর মেশিন চালক পালিয়ে যায় এবং আক্তার হোসেনকে (৩৮) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com