স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের হাতে আটক দুই মাতালকে ৭ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশে এএসআই বিধান রায়, এএসআই লিটন চন্দ্র পালসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ থানাধীন শাহাজিবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় দেশীয় মদ খেয়ে মাতলামী করাকালে দুই যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরবের রংদিয়া গ্রামের মিজানুর রহমান (২০) ও মোঃ লিটন মিয়া (২২)। তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় মাতালকে ৭ দিন করে কারাদন্ডে দন্ডিত এবং ৫ শত টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদেরকে আরো ২ দিন করে কারাদন্ড ভোগ করতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com