ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হবিগঞ্জ শাখার অধীনে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়িতে উদ্বোধন করা হয়েছে এজেন্ট আউটলেট। মেসার্স বিছমিল্লাহ ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মিসেস শাহেদা খাতুন ও তার স্বামী সাদরুজ্জামানের তত্ত্বাবধানে উক্ত এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়। অনলাইনে একযোগে ১২৭টি আউটলেটের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও মোঃ মাহবুবউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের তিন জন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর যথাক্রমে মোঃ মনিরুল মওলা, মোঃ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। ডেভেলপমেন্ট উইং এর প্রধান ডি এম ডি মোঃ মোশারফ হোসাইনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান ও এস ই ভি পি মোঃ মাহবুব আলম। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও একযোগে ফিতা কেটে ১২৭টি এজেন্ট আউটলেট এর উদ্বোধন করেন। পরবর্তীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হবিগঞ্জ শাখা প্রধান ও এস এ ভিপি শেখ মোঃ ওয়ালী উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন। এছাড়া স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, মোঃ আব্দুর রব ও মোঃ ফরহাদ আহমদ পাঠান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com