স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে তাফরীদ কটন মিলস কোম্পানীর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন গ্রামবাসী। ওই কোম্পানীর পানি নিষ্কাশনে অব্যবস্থাপনা, ধানী জমি ভরাট, কোম্পানীর বর্জ্য-আবর্জনার কারণে কৃষি জমির ক্ষতিসাধন হচ্ছে বলে জানিয়েছেন অনেকে। এ ছাড়া ওই কোম্পানী কর্তৃপক্ষ গ্রামবাসীর কাছ থেকে জমি কেনার পর রেজিস্ট্রি করে নিলেও প্রাপ্য টাকা পরিশোধ করেনি। ফলে বারবার পাওনা টাকা চাইতে গিয়েও বিব্রতকর অবস্থার মুখোমুখি হচ্ছেন অনেক জমির মালিক। ইতোমধ্যে উল্লেখিত বিষয়গুলো নিয়ে গ্রামবাসী একাধিকবার প্রতিবাদ সভা করেছেন। এমনকি হবিগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু তারা কোন ফল পাননি।
সুরাবই গ্রামের কোম্পানী সংলগ্ন কৃষি জমির মালিক হাজী ফিরোজ মিয়া, আব্দুর রহিম, কদ্দুছ মিয়া, বাবুল মিয়া সেলিম খাঁ, বাদল খাঁ, ফয়সল মিয়া, তৌহিদ মিয়া, মুখলিছ মিয়া, তাউছ মিয়া ও জাকির মিয়াসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা বারবার কোম্পানী কর্তৃপক্ষের নিকট অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। কৃষক আব্দুর রহিম জানান, কোম্পানীর বর্জ্য শোধনাগার না থাকায় বিষাক্ত পানি তাদের কৃষি জমির উপর ছেড়ে দেয়া হয়। এতে করে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটছে। তাছাড়াও, ধানী জমিতে মাটি ভরাট করে সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণ করার অভিযোগও করেন। কৃষক বাচ্চু মিয়া অভিযোগ করে বলেন, যদি এই সমস্যাগুলির ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ না নেয়া হয় তাহলে আমরা চরম ক্ষতির সম্মুখীন হবো। এই বিষয়ে সরেজমিনে কোম্পানীতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এসব সমস্যার বিষয়ে কোম্পানীর সহকারী জেনারেল ম্যানেজার এস এম শফিউল আজমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com