কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে দুটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকালে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে লাজীজ রেস্টুরেন্টের জামাল মিয়াকে পাঁচ হাজার ও শাহজালাল রেস্টুরেন্টের শফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল ও বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও স্নিগ্ধা তালুকদার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com