স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার চাঁনপুরে প্রতিপক্ষের হামলায় সামসুন নাহার (২৬) নামে এক নারী আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।
সূত্র জানায়, গতকাল সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সামসুন নাহারকে মারপিট করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com