স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের এক যুগপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সাইকেল র্যালি বের করা ছাড়াও পাপেট শো ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১১ ডিসেম্বর সন্ধ্যায় পাঠাগারের সভাপতি ও বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোস্তাফা মোর্শেদের সভাপতিত্বে এবং এস এম মিজানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাস, অধ্যাপক জাহান আরা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সৈয়দ মুদাব্বির আলী, এস এম তাহের খান, সাথী মোক্তাদির চৌধুরী, বিদ্যুৎ রঞ্জন পাল, পাঠাগারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, পদক্ষেপ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, হুমায়ূন কবির চৌধুরী, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, আল আমিন চকদার রিপন, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, সাংবাদিক জামাল হোসেন লিটন, অ্যাডভোকেট মিজানুর রহমান, সাইফুল আলম রুবেল ও কাউসার খসরু। বিকেলে শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com