আঞ্জুমানে মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এক বেওয়ারিশ শিশুর লাশ দাফন করেছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জানাজা নামাজ শেষে মরদেহ রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, সাইদ খান, জাহির মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
প্রসঙ্গত, শুক্রবার বাহুবলের স্বস্তিপুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়। তাছাড়া গত ৮ ডিসেম্বর বাহুবল থেকে উদ্ধারকৃত এক শিশুর লাশ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com