স্টাফ রিপোর্টার ॥ করোনা আক্রান্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও তার স্ত্রী সুমাইয়া আফরোজকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান- বর্তমানে ইউএনও শেখ মহিউদ্দিন ও তার স্ত্রী’র অবস্থা ভালো। সেখানে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও তার স্ত্রী করোনা উপসর্গ নিয়ে গত ৮ ডিসেম্বর টেস্ট করান। ১০ ডিসেম্বর তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এবং তার স্ত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য উপজেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com