নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ৪৯তম মহান বিজয় দিবস ও ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শনিবার সকালে শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের পরিচালক মাহমুদুর রহমান মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার।
বর্ষপূর্তি উদযাপন উৎসবে প্রধান অতিথি মোস্তফা মোর্শেদ শিক্ষকদেরকে স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান। পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। কেউ শিক্ষকদেরকে অপমান করলে কঠোরভাবে দমন করা হবে।
অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাক্সক্ষীরা অংশগ্রহণ করেন।