সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার একমাত্র মহিলা বিদ্যাপীঠ বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ছেলে ধরা গুজব, মাদক ও দাঙ্গা বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম কাজলের সভাপতিত্বে ও আই,সি,টি শিক্ষক অনজন চন্দ্র গোপের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। বক্তব্য রাখেন বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল। এছাড়াও উক্ত সমাবেশে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অবিভাবকবৃন্দ ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন সাম্প্রতিক বিভিন্ন গুজবের প্রতি কান না দিতে এবং আইন নিজের হাতে তুলে না দিতে সকলকে অনুরোধ করেন। তিনি এলাকায় এরকম কোন ধরনের সন্দেহ দেখা দিলে নিকটস্থ থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com