মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারস্থ বস্ত্রমেলার স্বত্ত্বাধিকারী বিশিষ্ট কাপড় ব্যবসায়ী গোপাল চন্দ্র দাস নিখোঁজ হওয়ার দুইদিন পর ঢাকার নবাবপুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ। ফেসবুকে তার মারা যাওয়ার সংবাদ পেয়ে ২৯ জুলাই সোমবার সকালে বংশাল থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ২৭ জুলাই শনিবার ঢাকার নবাবপুরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত হিসেবে এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়। পরে পরিচয় পাওয়া যায় এ ব্যক্তি নিখোঁজ গোপাল চন্দ্র দাস।
বিষয়টি জানার পর স্বজনরা বংশাল থানায় যান। স্বজনরা জানান, ময়না তদন্ত শেষে মরদেহ বাড়ি এনে দাহ করা হয়েছে।
গোপাল দাসের ছেলে সাগর দাস জানান, তার পিতা স্ট্রোক করে মারা গেছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি।
থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, গোপাল চন্দ্র দাস নিখোঁজ হওয়ায় শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এ ডায়েরীতে উল্লেখ করা হয়, ২৫ জুলাই দুপুরে দোকান হয়ে নবীগঞ্জ উপজেলার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন বলে বাসা থেকে বের হন। কিন্তু বিকেল ৩টায় অন্য একজনের মোবাইল নাম্বার থেকে গোপাল চন্দ্র দাস স্ত্রীর কাছে জানতে চান তার মোবাইলটি কি বাসায় রেখে গেছেন? আসতে তার দেরি হবে।
তারপর রাত ১২টার দিকে বাসায় ফিরে না আসলে তার স্ত্রী ওই নাম্বারে ফোন দিলে ওই ব্যক্তি জানান, তিনি নারায়নগঞ্জে বাস স্টেশনে বাস থেকে নেমেছেন। তবে কোথায় যাবেন তিনি জানেন না। তারপর অনেক খোঁজাখুঁজির পর ২৬ জুলাই শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়, ডায়রী নং- ৯৪১।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com