স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কের শুটকি সেতু মেরামতের জন্য ৪দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তারা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের (জেড-২৪০৩) ১২তম কিলোমিটারে অবস্থিত শুটকি বেইলী সেতু’র জরুরী মেরামতের লক্ষ্যে আগামী পহেলা আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত সেতুটিতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য হবিগঞ্জ সড়ক বিভাগ আন্তরিক দুঃখ প্রকাশ করে। এদিকে ঝুঁকিপূর্ণ এই বেইলী সেতুটি বারবার মেরামত না করে এই শুটকি নদীর উপর নতুন সেতু স্থাপনের জোর দাবি জানিয়েছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার ওই রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণ। স্থানীয়রা জানান, কিছুদিন পরপরই এই সেতুতে মেরামতের জন্য কাজ করা হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার বিকল হয়ে পড়ে। কারণ এই রোড দিয়ে ভারী মালবাহী ট্রাক চলাচল করে। ১০টনের অধিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কোনো চালকই তা মানছেন না। ফলে এই সেতুর লোহার প্লেটগুলো দেবে গিয়ে ভেঙে পড়ার উপক্রম হয়। তাই জোড়াতালি দিয়ে এটি মেরামত না করে নতুন এবং আরো প্রশস্ত ও মজবুত করে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান তারা। পাশাপাশি সেতু মেরামতের অজুহাতে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় না করা হয় সেদিকেও নজর দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলকারী যাত্রীগণ।