স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানায় ১৫ ঘণ্টা আটক থাকার পর পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল মজনুর সহানুভূতিতে ছাড়া পেলেন কামাল মিয়া (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু তার নিজ জিম্মায় কামালকে ছাড়িয়ে নেন। সে ক্ষুধার্থ হওয়ায় তাকে খাইয়ে ও কাপড় কিনে দেন মজনু। এ সময় ওই প্রতিনিধির সাথে দেখা হলে কাউন্সিলর মজনু বলেন, গত বুধবার সন্ধ্যায় রাজনগর এলাকা থেকে চোর সন্দেহে ওই প্রতিবন্ধী যুবককে পুলিশে দেয়া হয়। কিন্তু খোঁজখবর নিয়ে দেখা যায় সে প্রতিবন্ধী যুবক। পুলিশকে সে কোনো রকমে নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেনি। পরে পুলিশ পৌর কাউন্সিলরকে খবর দিয়ে প্রতিবন্ধী কামালকে তার জিম্মায় দেন। কাউন্সিলর তার নাম ঠিকানা বের করে তার বাড়ি পাঠান। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে। দুই দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com