নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরস্থ হাজারী কমিউনিটি সেন্টারে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা ও সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
সভায় নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমেদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মিঠু। বর্ধিত সভায় বক্তারা নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে যিনি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন তার পক্ষে সবাই কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু ও রিজভী আহমেদ খালেদ প্রমুখ।
নবীগঞ্জ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাছে জমা দেয়া হয়েছে। জেলা থেকে তালিকা পাঠানো হবে কেন্দ্রে। পরবর্তীতে নবীগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com