স্টাফ রিপোর্টার ॥ বাড়িঘর ভাংচুর, লুটপাট ও চেক ডিজঅনার মামলার পলাতক আসামি হাবিবুর রহমান ধনু (৪৫) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার একদল পুলিশ হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে সদর উপজেলার গয়েবপুর প্রকাশ ভাটি শৈলজুড়া গ্রামের ইছাক আলীর পুত্র। সদর থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক ডিজঅনার, লুটপাট, মারামারি ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com