শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
নিজস্ব প্রতিনিধি ॥ প্রথমধাপে ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ড্রাইভার বাজারস্থ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ এবং সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলালের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন, তার পক্ষেই কাজ করতে হবে। তাকে জয়ী করতে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে বলতে হবে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার জন্য। এখানে কোন প্রকারের অবহেলা করা যাবে না।
তিনি বলেন, দলের পদবী ব্যবহার করে অন্য কারো পক্ষে কাজ করা যাবে না। এ ব্যাপারে কেন্দ্র ঘোষিত নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে কাউকে কোন প্রকারের ছাড় দেওয়া হবে না। তাই উন্নয়নের স্বার্থে সবাই মিলে নৌকা প্রতীকের পক্ষে কাজ করুন। শায়েস্তাগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার তৈরী হয়েছে। চিন্তার কারণ নেই।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ মাসুদউজ্জামান মাসুক।
বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ফরিদ হাসান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি রাহেল মিয়া সরদার, খলিলুর রহমান, শংকর রায়, আব্দুল হক, আবু আহমেদ চৌধুরী বেলু, যুগ্ম-সম্পাদক সিতার আহমেদ, খায়রুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে তাহির মিয়া, আব্দুল্লাহ আল মামুন, খলিলুর রহমান ইকবাল, স্বপন সেন, আতিকুর রহমান অপু, আব্দুস শহীদ মহালদার, নুনু মিয়া, আনজব আলী, আবুল কাশেম, আব্দুস শহীদ, সৈয়দ এবাদুল হক শাহীন, উস্তার মিয়া, মোঃ ছোরাব আলী, আব্দুল কাদির দরবেশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শাহেদুল ইসলাম শাহেদ, যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন তপু, উপজেলা কৃষকলীগের আহবায়ক নূরুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত, পৌর কৃষকলীগ আহবায়ক জুনায়েদ তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা নুর উদ্দিন তালুকদার, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদার, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনায়েদ হামিদ মীরসহ প্রমুখ।
সভা শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদউজ্জামান মাসুকের নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com