বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাবেক মেম্বার মোঃ আফরোজ মিয়াকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলীগঞ্জ বাজারে ইউনিয়ন যুবলীগের বিশেষ জরুরী সভায় সর্বসম্মত্রিক্রমে এ দাবি জানানো হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আফরোজ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মোস্তাক আহমেদ, মৃত্যুঞ্জয় ধর, মোঃ সুজন মিয়া, যাদব চন্দ্র দাস, শেখ জহুর আমিন, অসিত চৌধুরী সুমন, মোঃ মহিরুজ্জামান, মধু চন্দ্র দাস, মোঃ আব্দুল হালিম, মোঃ ফুল মিয়া, মোঃ আব্দুল আজিজ, শ্যামল চন্দ্র দাস, সুমন দেবনাথ চৌধুরী, প্রণয় চন্দ্র দাস, মোঃ কবির মিয়া, আহাম্মদ আলী, মোঃ আজিজ মিয়া, মোঃ শাহিন মিয়া, মনির হোসেন, রিপন চন্দ্র, মোঃ সেলিম মিয়া, মাতেশ চন্দ্র দাস, মোঃ শামীম মিয়া, সুজন মিয়া, ইসমাইল গনি, মজনু মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন- আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী আফরোজ মিয়া। তিনি দলের দুর্দিনে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করেছেন। এখনও আওয়ামী লীগের সকল কর্মসূচিতে নিয়মিত অংশ গ্রহন করছেন। তাই যুবলীগের পক্ষ থেকে তাকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী করার জন্য হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্যসহ জেলা আওয়ামীলীগ ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি দাবি জানান। যুবলীগ নেতা আফরোজ মিয়া ইতিপূর্বে পুকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন। মেম্বার নির্বাচিত হওয়ার পর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মনোনীত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সভায় বক্তৃতাকালে আফরোজ মিয়া যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়নবাসীর দোয়া এবং আশির্বাদ কামনা করেন। সভা শেষে হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম এর বাবা আলহাজ্ব মোক্তার হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com