স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি করপোরেশন এলাকায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) এর টঙ্গি পশ্চিম থানার নতুন অফিসার ইনচার্জ-ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ আলম। সম্প্রতি তিনি এ দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি তদন্তের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকা মহানগর ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার ওসি অপারেশন ও হবিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। টঙ্গী পশ্চিম থানায় নতুন দায়িত্ব পাওয়ার ওসি শাহ আলম দৈনিক হবিগঞ্জের মুখকে জানান, আমার প্রথম কাজ হচ্ছে এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ছিনতাই, চাঁদাবাজ নির্মুলে পুলিশের সেবা নিশ্চিত করতে চাই। পুলিশ জনগণের বন্ধু, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগান বাস্তবায়নে জনগণের পাশে থেকে জনবান্ধব পুলিশ হিসেবে সেবা পৌঁছে দিতে চাই। এ জন্য তিনি সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার সরকারপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। উল্লেখ্য, অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় এ বছর আইজিপি পদক পান ওসি শাহ আলম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com