সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রাম এলাকায় চোলাই মদ সেবনের প্রস্তুতিকালে একজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে বামৈ পূর্বগ্রামে অভিযান পরিচালনা করে ওমর আলী (৪৯) নামের এক মাদকসেবীকে আটক করে লাখাই থানা পুলিশ। আটক ওমর আলী লাখাই উপজেলার বামৈ পূর্বগ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
বিষয়টি লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানাকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওমর আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com