স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও হবিগঞ্জের বিশিষ্ট ঠিকাদার এমদাদুল হক বাবুলের পিতা রিচি গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী মোক্তার হোসেন গতকাল বুধবার দুপুর ১২টায় শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম জানাজার নামাজ বাদ আছর শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে, দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব রিচি শাহী ঈদগাহ ময়দানে এবং পরে চুনারুঘাট মুড়ারবন্দ মাজারে তৃতীয় জানাজার নামাজ শেষে মুড়ারবন্দ মাজারে মরহুমের দাফন সম্পন্ন হয়।
শোক ঃ হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বাবা ও বিশিষ্ট মুরুব্বী মোঃ মোক্তার হোসেন এর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি শোক প্রকাশ করেছেন। সংবাদপত্রে প্রেরিত শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এর আগে এমপি আবু জাহির মরহুমের নামাজে জানাজায় অংশ নেন এবং তাঁর শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com