স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইলেন শঙ্খ শুভ্র রায়। ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি হবিগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাব অব হবিগঞ্জের সদস্য। তিনি হবিগঞ্জ শহরের প্রয়াত আশীষ কুমার রায় ও প্রয়াত রতœা রায়ের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী তানিয়া মোদক শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি. আর দত্ত বীরউত্তম এর ভাতিজা। তিনি আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এবং দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com