স্টাফরিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় পৌরসভার মালিকানাধীন পুকুর অবৈধভাবে দখল করছে পুকুরের পশ্চিমপাড়ের বাসিন্দা ও রেস্টুরেন্টগুলো। এ ব্যাপারে সম্প্রতি এলাকাবাসীর পক্ষে হবিগঞ্জ পৌরসভার কাছে পুকুরটি পুনরুদ্ধারের জন্য লিখিত আবেদন করা হয়েছে।
লিখিত আবেদনে বলা হয়, দীর্ঘদিন যাবত পুরান মুন্সেফী এলাকার পুকুরটি দখল করতে পশ্চিমপাড়ের বাসিন্দারা পরস্পর যোগসাজসে মাটি, ইট, পাথর ভরাট করে পুকুর দখলে মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন স্থাপনাও নির্মাণ করেছেন। যে কারণে জনসাধারণের ব্যবহারের সরকারি সম্পত্তিটি বেহাত হচ্ছে। দখলের পাশাপাশি পুকুরের পানি মারাত্মক দূষিত করে জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।
এমতাবস্থায় পুকুরের দখলকৃত অংশ পুনরুদ্ধার এবং পুকুরটির দখল-দূষণ দূর করতে রেস্তোঁরা ও খাবারের দোকানগুলো বন্ধ করারও দাবি জানানো হয়। পুকুরের পশ্চিম ও উত্তরপাশে চলাচলের উপযোগী গাইডওয়ালসহ রাস্তা নির্মাণ করে সৌন্দর্য্যবর্ধক রেলিং নির্মাণের জন্য পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com