স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা বিশিষ্ট মুরুব্বী ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ সুরুজ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার দুপুরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মাছুলিয়া সরকারি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শত শত মুসল্লী অংশ নেন। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com