আক্তার হোসেন আলহাদী ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে সাধারণ মানুষজনের সাথে প্রতারণা করার দায়ে দুই প্রতারককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি হলেন হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মৃত গফুর মিয়ার পুত্র শাহিনুর মিয়া এবং একই গ্রামের শামসুদ্দীন মিয়ার পুত্র জাহেদ মিয়া। উভয়কেই ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি।
সূত্র জানায়, বানিয়াচংয়ে সাধারণ মানুষজনের মাঝে স্মার্ট কার্ড বিতরণের কাজ চলছে। গতকাল বুধবার বিকাল ৪টায় বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ চলাকালে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
স্মার্টকার্ড উত্তোলন করতে আসা লোকজনের যাদের কার্ডে সমস্যা আছে তাদেরকে ৩৪৫ টাকার ব্যাংক চালানের মাধ্যমে সংশোধন করার কথা বলা হয়। এই সুযোগে অভিযুক্ত ওই দুই যুবক সোনালী ব্যাংকের সীল স্বাক্ষর যুক্ত চালানের কপি মানুষজনের মাঝে বন্টন করে প্রতারণা করছিলো।
উপজেলা নির্বাচন অফিস বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। অভিযোগ পেয়ে ভ্রাম্যমান কোর্ট অভিযান পরিচালনা করে ওই দু’জনকে আটক করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com