স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান। তিনি বাংলাদেশ কৃষক লীগ হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বি.এ.ডি.সি ডিলার এসোসিয়েশন হবিগঞ্জের সভাপতি, কেন্দ্রীয় জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বীজ ও সার মনিটরিং কমিটির কৃষক প্রতিনিধি, রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ ডায়াবেটিক সমিতি ও সুরবিতান হবিগঞ্জের আজীবন সদস্য, খাদ্যগুদাম রোড নূরানী জামে মসজিদ কমিটির সভাপতি, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অর্ডিনারী সদস্য, স্কুল ম্যানেজিং কমিটি জেলার শ্রেষ্ঠ সভাপতি, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ হবিগঞ্জ পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাবেক কার্যকরি সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি হবিগঞ্জ শহরের যশেরআব্দা খাদ্য গুদাম রোডের বাসিন্দা মরহুম মোঃ তারা মিয়া ও মোছাঃ গোলজাহান বিবির সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী সরকারি চাকুরিজীবী।
দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানান, ছাত্রজীবন থেকে তিনি ছাত্র রাজনীতি করে আসছেন। পরে আওয়ামী লীগ ও কৃষক লীগের সাথে সম্পৃক্ত হয়ে অদ্যাবধি রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ করে পৌরসভার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, রাস্তা, ঈদগাহ উন্নয়ন, গভীর নলকূপ স্থাপনসহ নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি বিশ^াস করেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com