স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় হঠাৎ করে রেলের সেতু মেরামত কাজ করায় ঢাকা-সিলেট মহাসড়কে সরাসরি যান চলাচল ও রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় ৮ ঘন্টা। পূর্ব ঘোষণা ছাড়া সড়ক যোগাযোগ বন্ধ রেখে রেললাইন মেরামতের কাজ করায় রেল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ মেরামত কাজ চলে। মেরামত চলাকালীন সময়ে ঢাকা থেকে সিলেট ও সিলেট থেকে ঢাকাগামী যানবাহনগুলো হবিগঞ্জ শহরের বাইপাস সড়ক দিয়ে চলাচল করেছে। মেরামত চলাকালে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগও বন্ধ ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com